বাঁশখালী হামেদিয়া রহিমা আলিয়া মাদ্রাসা

দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে ও নানা চড়াই উৎরাই পেরিয়ে ঐতিহ্যবাহী বাঁশখালী হামেদিয়া রহিমা আলীয়া মাদ্রাসা তার ২৫ বৎসর পূর্তি উদযাপন করতে পারায় মহা মহিম আল্লাহ্র কাছে জানাই অশেষ শোকরিয়া । অত্র এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তারের একমাত্র মহৎ‍ উদ্দেশ্যকে সামনে রেখে ১৯৭৬ সালে স্থানীয় কিছু ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের সহযোগিতা নিয়ে এ মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছিলাম। অবশ্য এ মাদ্‌রাসা প্রতিষ্ঠার পূর্বে সংলগ্ন খানকাহ ও ফোরকানিয়া এ মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুতে সহায়ক ভূমিকা পালন করেছিল । পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত সংলগ্ন এতিমখানা, হেফ্‌জখানা, ও জামে মসজিদ এ মাদ্রাসার পূর্ণতা সাধন ও শোভা বর্ধনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে । বর্তমানে এসব প্রতিষ্ঠান একটি পরিপূর্ণ ইসলামী কমপ্লেক্সে রূপান্তরিত হয়।

 

২৫ বৎসর পূর্তির আজিকার এই দিনে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি অত্র এলাকা বাইরের সে সব ধর্মপ্রাণ ব্যক্তিদের, যাঁদের সর্বাত্মক আর্থিক ও শারীরিক সহযোগিতায় আজ এ মাদ্রাসা বর্তমান পর্যায়ে এসে উপনীত হতে সক্ষম হয়েছে। তন্মধ্যে যাঁরা ইহকাল ত্যাগ করেছেন, মহান আল্লাহ্ পাকের কাছে তাঁদের রূহের মাগফেরাত কামনা করছি। আর যাঁরা জীবিত আছেন তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সাথে সাথে আগামীতে তাঁদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আকুল আবেদন জানাচ্ছি।

এ মাদ্রাসার শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের অবদান অবশ্যই স্মরণীয়। ভবিষ্যতে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আশা রাখি । অভিভাবকদের পরামর্শ ও সহযোগিতা অতীতের ন্যায় ভবিষ্যতেও আমাদের চলার পথের পাথেয় হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে বর্তমান অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের উন্নত ভবিষ্যত কামনা করছি।

 

আপনাদের কাছে দোয়া চাই, যাতে করে মহান আল্লাহ্ পাক আমাদের প্রচেষ্টা ও শ্রমকে নাজাতের উছিলা করে । আল্লাহ্পাক আমাদের সহায় হোন ।

 

আহমদুল ইসলাম চৌধুরী 

প্রতিষ্ঠাতা ও সভাপতি

অত্র মাদ্‌রাসা।