Kazi Zohurul Islam Chowdhury
জন্ম:
তিনি ২৯শে আগস্ট ১৯৩৫ ইংরেজী দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী থানার বৈলছড়ী গ্রামে এক সম্ভ্রান্ত
মুসলিম পরিবার তথা খান বাহাদুর বাড়ীতে জন্ম গ্রহন করেন। তিনি খান বাহাদুর মরহুম আলহাজ্ব
বদি আহমদ চৌধুরীর ছোট ভাই আলহাজ্ব কাজী আজিজ আহমদ চৌধুরীর পুত্র।
তিনি
বাংলাদেশের প্রচীন শিক্ষা প্রতিষ্ঠান ‘জামেয়া ইসলামিয়া পটিয়া’ হতে ১৯৫৬ সালে ‘দাওরায়ে
হাদিস’ (টাইটেল) পাশ করেন।
শিক্ষকতা:
১৯৫৬ ইংরেজী সাল হতে ১৯৬০ ইংরেজী সাল পয্ন্ত বাঁশখালী আজিজিয়া কাজেমুল উলুম মাদরাসায়
শিক্ষকতার দায়িত্ব পালন করেন। এরপর ১৯৬২ ইংরেজী সাল হলে ১৯৬৫ ইংরেজী সাল পর্যন্ত চন্দনাইশ
থানার বশরত নগর রশিদীয়া মাদরাসায় শিক্ষকতা করেন।
দ্বীনি
সফর: ১৯৬১ সালে দ্বীনি দাওয়াত ও তবলীগের উদ্দেশ্যে (প্রায় ১ বছর) পাকিস্তান সফর করেন।
১৯৯৪ সালে পবিত্র হজ্বব্রত পালন করেন।
নিকাহ
রেজিস্ট্রার ও কাজীর দায়িত্ব: ১৯৫৯ ইংরেজী সালে বাঁশখালী থানার ১নং হতে ৬নং ইউনিয়ন
অর্থাৎ মোট ৬টি ইউনিয়নের নিকাহ্, তালাক রেজিট্রার ও কাজী হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং
২০০৩ সালে অবসরপ্রাপ্ত হন।
বিবাহ:
১৯৫৭ সালে লোহাগাড়া থানার রাজঘাটা (আমিরাবাদ) “হুসাইনিয়া আজিজুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা
পরিচালক প্রখ্যাত বুজুর্গ আলহাজ্ব আল্লামা শাহ হেফাজতুর রহমানের প্রথম কন্যা খদীজা
বেগম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পারিবারিক জীবনে তিনি সাত পুত্র ও তিন কন্যা সন্তানের
জনক।
তিনি
গত —— ইংরেজী ইন্তেকাল করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর সন্তানগণের তালিকা:
ছেলে সন্তান:
১- শোয়াইবুল ইসলাম ২-মুহাম্মদ ইয়হইয়া ৩-মুহাম্মদ আইয়ুব ৪- মুহাম্মদ জুলকারনাইন
৫-মুহাম্মদ ইউসুফ
৫-মুহাম্মদ জুন্নুন
মেয়ে সন্তান:
১- জিনাতন নিছা ২-জাইনুন্নিছা ৩-জিয়াউল নিছা