AMEERUL HAJJ KHAN BAHADUR BADI AHMAD CHOWDHURY, the Ex-M. L. C. and M. L. A. of the undivided Bengal during British regime, was renowned figure, prudent politician and social worker having a glorious record of social service in various development works in Chittagong and its neighboring areas. See More…
khan bahadur bari
আমিরুল হজ্ব খান বাহাদুর বদি আহমদ চৌধুরীর পূর্বপুরুষ মহান হযরত সৈয়দ আবদুর রহমান সিদ্দিকী পবিত্র ভূমি থেকে বাংলার প্রাচীন রাজধানী গৌড়ে এসে বসতি স্থাপন করে। ইখতিয়ার উদ্দিন খিলজী (বখতিয়ার উদ্দিন খিলজীর পুত্র) ১২০৫ খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেন কে সিংহাসনচ্যুত করে বঙ্গদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে গৌড়ের রাজধানী স্থাপন করেন স্বভাবতই ধর্মপ্রচারে উদ্দেশ্যে। মহান সুফি-সাধক গৌড়ে আগমন করেন। গৌড়ের শত শত বৎসর মুসলিম শাসনের ইতিহাস রয়েছে। তারই অধঃস্তন পুরুষ হযরত সৈয়দ আব্দুল করিম সিদ্দিকী (র.)-এর পুর্বপুরুষ হযরত সৈয়দ মোহাম্মদ খান তিনি নবাব শায়েস্তা খানের নায়েবে উজির ছিলেন। নবাব শায়েস্তা খান পুত্র বুজুর্গ উমেদ খাঁ কর্তৃক চট্টগ্রাম দখলের পর গৌর দখলের পর মুহাম্মদ খান নায়েবে উজির গৌড় থেকে চট্টগ্রাম চলে আসেন। আরও পড়ুন…